Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সোমা সায়ীদের জন্য ‘কমিউনিটি এনডোর্সমেন্ট’

অভিক আহসান

প্রকাশিত: ২০:১২, ৬ জুন ২০২১

সোমা সায়ীদের জন্য ‘কমিউনিটি এনডোর্সমেন্ট’

সোমা সায়ীদের জন্য ‘কমিউনিটি এনডোর্সমেন্ট’

কুইন্স সিভিল কোর্ট জজ নির্বাচনে অ্যাটর্নি সোমা সায়ীদের জন্য কমিউনিটি এনডোর্সমেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৮ টা পর্যন্ত হিলসাইড এভিনিউয়ের নর্থ-ইস্ট কর্নার চলে আয়োজনটি। আয়োজক আসাল, রাইসআপ নিউইয়র্ক, ইস্ট এলমার্ট করোনা ডেমোক্র্যাটস, এনলোআ এবং দ্যা গার্ডিয়ানস। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কুইন্স কাউন্টি থেকে জাজ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম একজন মুসলিম বাংলাদেশি সোমা সায়ীদ। সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৪-এ কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিটির পরিচিত এই মুখ। কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং নিউইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন অ্যাটর্নি অ্যাট ল তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ