Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শিশু-কিশোর-তরুণদের পৃথক ক্লাস

মার্শাল আর্টের সুযোগ মুসলিম আমেরিকান সোসাইটিতে

অভিক আহসান

প্রকাশিত: ১৯:৩১, ৬ জুন ২০২১

আপডেট: ২০:০৫, ৬ জুন ২০২১

মার্শাল আর্টের সুযোগ মুসলিম আমেরিকান সোসাইটিতে

মুসলিম আমেরিকান সোসাইটির মার্শাল আর্টে ভর্তির সুযোগ

কুইন্সের মুসলিম আমেরিকান সোসাইটির মার্শাল আর্ট ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহে বুধবার থেকে শুক্রবার চলবে প্রশিক্ষণ।

মিক্সড মার্শাল আর্ট, জিত কুনি ডু, কেনপো ফর সেলফ ডিফেন্স, বক্সিং ফর ফিটনেস, ফিলিপিনো মার্শালমহ রয়েছে আরও অনেক ধরনের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ। শিশু-কিশোর-তরুণদের জন্য আলাদা আলাদা সময়ে শেখানো হবে আত্মরক্ষার কৌশল। একমাসে ৮ সেশনের জন্য একেকজনের লাগবে ৮০ ডলার করে। বিস্তারিত জানতে যোগাযোগের নম্বর ৬৪৬-৩৭৯-৭৪১৭। 

সংবাদটি শেয়ার করুনঃ