
কমিউনিটি হেলথ ফেয়ার পোস্টার
সাউথ এশিয়ান আমেরিকান ভয়েজের উদ্যোগে কমিউনিটি হেলথ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শনিবার জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউতে দিনব্যাপি চলে আয়োজনটি। হেলথ ইন্স্যুরেন্সে সাইন আপ, কোভিড টেস্ট, ব্লাড প্রেসার স্ক্রিনিং, গ্লুকোজ চেকসহ ছিলো স্বাস্থ্যসেবার নানা রকম সুযোগ। আয়োজনের মিডিয়া পার্টনার নিউইয়র্কের কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬।