Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কের রাজধানী আলবেনীতে একদিন

আশিক মাহমুদ

প্রকাশিত: ০২:৩৩, ২৫ মে ২০২৩

আপডেট: ০৩:০২, ২৫ মে ২০২৩

নিউইয়র্কের রাজধানী আলবেনীতে একদিন

গতকাল ২৩ মে ২০২৩ মংগলবার ছিল Legislative Day অর্থাৎ এইদিন বিভিন্ন কমিউনিটির লোকজন তাদের অধিকার কিংবা দাবীদাওয়া New York State Assembly and New York State Senateদের কাছে নিয়ে যায় এবং তাদের পক্ষে একজন এসেম্বেলী ম্যান  এসেম্বলীর অধিবেশনে বিল আকারে উহ্থাপন করেন। একইভাবে সিনেট অধিবেশনে ও একজন সিনেটর বিল আকারে উহ্থাপন করেন।যা পূর্বেই নির্ধারিত থাকে।

আমাদের বাংলাদেশী কমিউনিটির পক্ষে এইসব সকল আয়োজন করেন Bangladeshi American Advocacy Group (BAAG) অত্যন্ত সুনিপনভাবে ও দক্ষতার সাথে এই সংগঠনের সভাপতি জনাব জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক শাহানা মাসুমের নেতৃত্বে তাদের টিম সম্পন্ন করেন।
বাংলাদেশী কমিউনিটি তথা মুসলিম কমিউনিটির পক্ষে BAAG যে সমস্ত দাবী কিংবা বিল উহ্থাপন করেন…


1. Establishing school holidays like Eid al Fitr, Eid al Asha Diwali etc.
2. Offer halal food options in public schools K-12 grades 
3. Taxi Drivers protection Act
4. Increasing minimum wage for Miscellaneous industry workers 
5.Speaking against Banning against of poultry farms 
6. Establish the New York muslim advisory council 
7.increase minimum wage annually 
8.Banking while muslim.
8. Declare election day as a statewide holiday. Etc


সকাল ৭ঃ০০ টায় জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা থেকে দুটি বাস আলবেনীর উদ্দশ্যে যাত্রা শুরু করে। সকালের নাস্তা শেষে সংগঠনের সভাপতি এবং সাধারন সম্পাদক সারাদিনের কর্মসূচি উপস্হিত সবাইকে অবহিত করেন। এবং সর্বমোট ২০ জন গ্রুপ লিডারের নেতৃত্বে গ্রুপে সকল সদস্যদের ভাগ করে দেন।
সকাল ১০ঃ০০ টায় আলবেনী পৌছালে ওখানে Loby building এর 104A কক্ষটি আমাদের জন্য নির্ধারিত ছিল।সেখানে প্রত্যেক গ্রুপ লিডারকে তাদের দ্বায়িত্ব বুঝিয়ে এবং কোন গ্রুপের কয়টার সময় কোন Elected Assembly man and elected senator এর সাথে এপয়েন্টমেন্ট তার একটা তালিকা এবং প্রয়োজনীয় ফাইল দিয়ে দেন। 
সর্বমোট ৬৫ জন ইলেক্টেড এসেম্বলীম্যান এবং ইলেকটেড সিনেটরের সাথে BAAG appointment নির্ধারন করে রাখেন যা ছিল আমার কাছে অকল্পনীয় এবং রীতিমত অবিশ্বাস্য ।
আমি এবং আমার গ্রুপ যে কয়জন ইলেক্টেড পারসনের সাথে আমাদের এজেন্ডা নিয়ে কথা বলেছি তাদের ডিটেইল 


* Senator Ortt R, Senate District 62
* Senator Toby Ann senate District 11
* Assembly Am Alecia Hyndman District 29
* Assemblyman Nader J. Sayegh District 90
* Jessica Gonzalez Assembly member district 34
* Senator Kristina Gonzalez 
* Senator Robert G ortt Minority leader 
* Sibu s nair Deputy director Governor office 
* Bryan Romeo chief of staff assembly 34 district 
* Micheal Fabilla chief of staff senator district 16


এভাবে প্রতিটি গ্রুপ তাদের নির্ধারিত ইলেক্টেড পারসনের সাথে দেখাকরে ফাইল সাবমিট করেন এবং দাবীগুলো সম্পর্কে অবহিত করেন এবং তাদের মতামত নেয়ার চেস্টা করেন।
দুপুর ১ঃ০০ টায় আমাদেরকে Assemblymember Johran mamdani এসেম্বলীর অধিবেশন কক্ষে নিয়ে যান। BAAG president and secretary সহ আমাদের ২০ জনের একটি প্রতিনিধিকে সরাসরি অধিবেশন কক্ষে বসার সূযোগ করে দেন বাকী ৮০ জনকে গ্যীলারীতে বসে অধিবেশন দেখার সূযোগ করে দেন। আমাদের  এজেন্ডাগুলো সংসদে উহ্থাপন করেন এসেম্বলি মেম্বার জোহরান মামদানী। আমরা সকলে দাডিয়ে মাননীয় স্পীকারকে অবহিত করি। দুপুর ২ঃ০০টায় অধিবেশন থেকে বের হয়ে আমাদের নির্ধারিত রুম ১০৪ এ দুপুরের খাবার জোহরের নামাজ সম্পন্ন করি।
দুপুর ৩ঃ০০ টায় মাইনরিটি লীডার সিনেটর 


রবার্ট সি অরটট  আমাদেরকে সিনেট অধিবেশন কক্ষে নিয়ে যান। মাইনরিটি লিডার সিনেটর রবার্ট আমাদের পক্ষে সংসদে বিল উহ্থাপন করেন।
বিকেল ৪ঃ০০ টায় অধিবেশন থেকে বের হয়ে আমাদের নির্ধারিত রুম ১০৪ এ আসি। এরপরে বিভিন্ন সিনেটর অফিস, গভর্নর অফিস, এসেম্বলীর অফিস থেকে হাই অফিসিয়ালগন এসে আমাদেরকে ধন্যবাদ জানান। বিকেল ৫ঃ০০ টায় আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করে নিউইয়র্ক সিটির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করে সন্ধ্যা ৮ঃ০০টায় আমাদের গন্তব্যে পৌঁছাই।এভাবেই অসাধারন একটা দিন অতিবাহিত করলাম।

আমার অভিজ্ঞতা থেকে বলছি…. আমি ২০১০ সাল থেকে নিউইয়র্কে থাকি। ব্যাক্তিগতভাবে আমি একজন সংগঠন প্রিয় মানুষ, সামাজিক কাজের সাথে নিজেকে
সম্পৃক্ত রাখতে ভালো লাগে। তাই যেকোনো সামাজিক সংগঠনের ভালো কোনো উদ্যেগের সাথে যুক্ত থাকার চেস্টা করি।আমার ১৩.বছরের নিউইয়র্কের অভিজ্ঞতায় গতকালকের মত এত ফ্রুটফুল এবং কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য এরচেয়ে ভালো কোনো সূযোগ আমি এর আগে কখনও পাইনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য , আমাদের কমিউনিটির জন্য মুসলিম কমিউনিটির জন্য আমাদের সকল সংগঠন গুলোই কাজকরে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কথাগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যারা আমাদের দাবীগুলো বাস্তবায়ন করতে পারে তাদের পর্যন্ত আমরা পৌছাতে পারিনা। Bangladesh Advocacy Group (BAAG)  সেই পৌঁছানোর কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করে থাকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি BAAG এর সর্বস্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দের প্রতি।


আশিক মাহমুদ
সাধারন সম্পাদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ

সংবাদটি শেয়ার করুনঃ