Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাবির এক হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতারা বাকি খেয়েছেন ১৮ লাখ টাকা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৪, ১৭ আগস্ট ২০২৪

ঢাবির এক হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতারা বাকি খেয়েছেন ১৮ লাখ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতারা বাকি খেয়েছেন প্রায় ১৮ লাখ টাকা। হলের ক্যান্টিন মালিক বাবুল হোসেন জানিয়েছেন, বাকির পরিমাণ ১৭ লাখ ৯৩ হাজার। ২০১৯ সাল থেকে তিনি এই বাকির টাকা হিসেব করেছেন বলে জানিয়েছেন।

শুক্রবার বিকেলে তিনি ৪৮ নেতার নাম ও বাকির পরিমাণ লিখে একটি তালিকা হল অফিসে জমা দিয়েছেন। নেতারা পলাতক থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাকির তালিকা অনুযায়ী এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ বাকি খেয়েছেন ৩ লাখ ৬০ হাজার টাকা, সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন খেয়েছেন ২ লাখ ১৬ হাজার টাকা। ক্যান্টিন মালিক বাবুল হোসেন বলেন, ছাত্রলীগ নেতারা আমাকে পথে বসিয়ে পালিয়েছেন।

ক্যান্টিন মালিক জানান, আমি প্রভোস্ট অফিসে এই লিস্ট জমা দিয়েছি। আমি এর বিচার চাই, আমার টাকা ফেরত চাই।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

 

সংবাদটি শেয়ার করুনঃ