শেখ হাসিনার পতনে শুকরিয়া আদায় করে রাজধানী ঢাকার শাহবাগে গণসেজদা কর্মসূচি পালন করেছেন একদল ছাত্র ও নাগরিক সমাজ। অনুষ্ঠানে তারা গান ও কাওয়ালি পরিবেশন করেন। পরে সম্মিলিতভাবে গণসিজদার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে লেখক লতিফুল ইসলাম শিবলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান প্রমুখ কথা বলেন।
আতাউল্লাহ সালমান বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে স্বাধীনতা এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ। এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবেন, হিন্দুরা পূজা দিতে পারবেন। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই গণসেজদা কর্মসূচির আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।