Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাপা ফুডপ্রো এক্সপোতে খলিল ফুডের অংশগ্রহণ, দূতাবাসের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১ অক্টোবর ২০২৩

বাপা ফুডপ্রো এক্সপোতে খলিল ফুডের অংশগ্রহণ, দূতাবাসের উচ্ছ্বাস

ঢাকায় অনুষ্ঠিত বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩-এ অংশ নিয়েছে নিউইয়র্ক সিটির বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান খলিল বিরিয়ানী হাউস। ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া তিনদিনব্যাপী মেলা শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর।

এটি অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। মেলার আয়োজন করে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন-বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস-রিমস। এই মেলায় অংশ নিয়েছে ২০টি দেশের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

নিউইয়র্ক থেকে খলিল বিরিয়ানী হাউস অংশ নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তারা লিখেছে, বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোতে নিউইয়র্ক সিটির খলিল বিরিয়ানী হাউসকে দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশও খলিলের খাবারের স্বাদ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

দূতাবাসের এমন সমর্থনে ভীষণ খুশি খলিল বিরিয়ানীও। এক বার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দূতাবাসকে ধন্যবাদ জানানো হয়েছে।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ