বাংলাদেশের ইসলামি সংগীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল তারকা আবু রায়হান। কলরব শিল্পীগোষ্ঠীর প্রধান এই শিল্পীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে নেমেছে একটি গোষ্ঠী। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। শিল্পী আবু রায়হান তার বিরুদ্ধে আনীত অভিযোগ দ্ব্যর্থহীন কণ্ঠে অস্বীকার করেছেন।
জানা যায়, সঙ্গত কারণ দেখিয়ে আবু রায়হান তার প্রথম স্ত্রী তোহফা রুকাইয়াকে ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হানের বিরুদ্ধে লিপা পরভীন নামে একজনের সঙ্গে পরকিয়ার অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট করেন রুকাইয়া। অথচ যথাযথ প্রক্রিয়া এবং ধর্মীয় রীতি মেনে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর লিপা পরভীনকে বিয়ে করেন আবু রায়হান।
এদিকে, আবু রায়হানের জনপ্রিয়তা নিয়ে যারা আগে থেকেই ঈর্ষান্বিত ছিল, তারা সুযোগটি লুফে নেয়। এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শিল্পী আবু রায়হানকে হুমকি-ধমকি, গালিগালাজ করতে শুরু করে চিহ্নিত ওই গোষ্ঠীটি।
এ ব্যাপারে সংগীতশিল্পী আবু রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যথাযথ ধর্মীয় রীতি মেনে বিয়ের মতো একটি হালাল সম্পর্কে জড়িয়েছি। তাই হুমকি-ধমকি আর অপপ্রচার নিয়ে আমি বিচলিত নই। আজ হোক, কাল হোক, অসত্য-অপপ্রচার বিলুপ্ত হবেই। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো, দয়া করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
যারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে হুমকি-ধমকি আর গালিগালাজ করছেন, তাদের উদ্দেশ্যে শিল্পী আবু রায়হান বলেন, আপনারা স্পষ্টতই অন্যায় করছেন। মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন। সত্যটা জানতে আমার বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই আপনাদেরকে গালাগালি ও হুমকি দেওয়া বন্ধ করতে হবে। অন্যথায় এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।