Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

না ফেরার দেশে ছারছীনা দরবার শরিফের আমতলী হুজুর

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ২২ আগস্ট ২০২৩

না ফেরার দেশে ছারছীনা দরবার শরিফের আমতলী হুজুর

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছারছীনা দরবার শরীফের প্রবীণ খাদেম, প্রখ্যাত আলেমে দীন মাওলানা আবু জাফর মো. শামসুদ্দোহা। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি আমতলী হুজুর নামে সর্বাধিক পরিচিত।

২২ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক বছর ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা যায়, বিভিন্ন সময় ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ছারছীনা দরবারের পক্ষে প্রতিনিধিত্ব করতেন মাওলানা আবু জাফর মো. শামসুদ্দোহা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ