Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিলেটে ড. আবু জাফর মাহমুদকে উষ্ণ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ২১ আগস্ট ২০২৩

সিলেটে ড. আবু জাফর মাহমুদকে উষ্ণ সংবর্ধনা

গ্লোবাল পিস অ্যামব্যাসেডর ড. আবু জাফর মাহমুদ ভিয়েতনাম থেকে নাইট অফ সেন্ট জন অফ জেরুজালেম উপাধি প্রহণের পর জন্মভূমি বাংলাদেশে গেলে সেখানে বিভিন্ন পর্যায় থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সেই ধারাবহিকতায় গত ১০ আগস্ট সিলেটে প্রত্যন্ত হাওরাঞ্চল সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সেখানে তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হন আবু জাফর মাহমুদ।

তিনি বলেন, আমরা সবাই এক দেশের, এক পরিবারের মানুষ। ছাতকের সাধারণ জনগণের প্রাণের মানুষ জননেতা কবীর মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার তরুণ সমাজের প্রতিনিধি আবু বকর, রফিক মিয়া, এলাকার প্রবীনতম ব্যক্তিত্ব হাজী মোখলেসুর রহমান প্রমুখ।

আবু জাফর মাহমুদ সিলেটের দক্ষিণ ছাতকের সমাবেশ স্থলকে প্রানপ্রিয় বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জনপদ উল্লেখ করে বলেন, গত বন্যায় আপনাদের সাথে মহান আল্লাহ তায়ালা যে আত্মীয়তা গড়ে দিয়েছেন, আমি খুব চেয়েছি আমার এই আত্মীয়দের সঙ্গে দেখা করতে। সেটা আজ বাস্তবায়ন হলো, সেজন্য আমি ভীষণ খুশি।

২০২২ সালের বন্যায় ছাতকের জনগোষ্ঠির দুর্ভোগের কথা উল্লেখ করে আবু জাফর মাহমুদ বলেন, ওই সময় তাৎক্ষণিক আমার কাছে যা কিছু সম্বল ছিল পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে আপনাদের এই যে প্রেম ও সম্পর্ক, এটাকে এগিয়ে নিতে চাই।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ