অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক ওয়াসীম হক সম্পাদিত গল্প সংকলন ‘শব্দ রথের উঠোন জুড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মোড়ক উন্মোচন মঞ্চে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ষোলোজন গল্পকারের ষোলোটি গল্প দিয়ে সাজানো এই বই প্রকাশিত হয়েছে চয়ন প্রকাশন থেকে। বইমেলায় স্টল নম্বর ৫১৩। বইটির মূল্য ২৮০ টাকা, ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে মাত্র ২১০ টাকায়।
শব্দ রথের উঠোন জুড়ে বইয়ে দুজন প্রবীণ লেখক মোঃ নুরুল হক ও কবি লিলি হকের পাশাপাশি তরুণদের গল্পও রয়েছে।
তারা হলেন- ইসরাত জাহান, নাজমা সিরাজী, প্রিয়তু শ্যামা, মেহেদি আরিফ, নূরেন নির্ভাণা বৃষ্টি, হাবিবা এমি, মণিকা শকুন্তলা, হাফছা চৌধুরী, কে এফ রুমা, তানিজ নীলা, দিলরুবা আনাম, ফারহানা জেসমিন মনি, তানসীর আলম এবং মালবিকা সরকার।
বইটির প্রচ্ছদ এঁকেছেন হাসিনা আক্তার হিমি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।