Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ইউএমআর

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ৮ ডিসেম্বর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ইউএমআর

প্রতিষ্ঠার পর থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের সংকটাপন্ন জনগোষ্ঠীকে সহযোগিতা করে আসছে ইউনাইটেড মিশন ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট তথা ইউএমআর। 

সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে চ্যারিটি সংস্থাটি। সম্প্রতি সিত্রাংয়ের আঘাতে বাংলাদেশে ৩৬ জন মানুষের সলিল সমাধি হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ অবস্থায় নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক আবেদনে ইউএমআর জানিয়েছে, আমরা চাইলে সবাই মিলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। সেক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সবার এগিয়ে আসা প্রয়োজন। 

ইতোমধ্যে অনেকেই ইউএমআর-এর এই আহ্বানে সাড়া দিয়েছেন বলে জানা গেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ