Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নেত্রকোনার জেলাপ্রশাসক পথ শিশুকে দিলেন শেখ রাসেল শিশু পূর্ণবাসন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ২১ নভেম্বর ২০২২

নেত্রকোনার জেলাপ্রশাসক পথ শিশুকে দিলেন শেখ রাসেল শিশু পূর্ণবাসন

ইউসুফ হাসান নামের ১২ বছরের একটি শিশুকে পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার কে, এম তাইফুর সিদ্দিকী নেত্রকোণা জেলার বড় রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয়ের কাছে নিয়ে আসেন। জেলা প্রশাসক মহোদয় শিশুটির সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারেন যে, শিশুটির বাড়ি বরিশাল। তার পিতা ও বড় ভাই সড়ক দূর্ঘটনায় মারা যায় এবং মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এ অবস্থায় শিশুটি যত্নের অভাবে ঘর থেকে বের হয়ে পথে নামে।

শিশুটির মুখে একথা শুনে জেলা প্রশাসক মহোদয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন। সকল আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে জেলা সমাজসেবা অফিসের মাধ্যমে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র(বালক), জামালপুরে পাঠানো হয়। এভাবে জেলা প্রশাসক মহোদয়ের অভিভাবকত্ব ও মানবিকতায় পথশিশুটি একটি নিরাপদ আশ্রয় ও ভবিষ্যতের দীপশিখা খুঁজে পায়।

সংবাদটি শেয়ার করুনঃ