'চয়ন সাহিত্য ক্লাব' স্বর্ণপদক প্রদান-২০২২, 'চয়ন' ও 'দশদিগন্ত' সাহিত্য ম্যাগাজিন এর ত্রিশ বছর পূর্তি, কবিতা পাঠ, আলোচনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি লিলি হক সম্পাদিত '
'কবিতার প্রজাপতি নীড়ে' কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ১৮ নভেম্বর ২০২২, ৩ অগ্রহায়ণ ১৪২৯ শুক্রবার বিকেল তিনটায়, বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তন- এ অনুষ্ঠিত হয় |
পদকপ্রাপ্ত গুণীজন, প্রখ্যাত বাচিকশিল্পী গোলাম সারোয়ার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল, কথাসাহিত্যিক আবু সাঈদ ও সুসাহিত্যিক গুলশান ই ইয়াসমীন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় জাদুঘর প্রযত্ন পর্ষদ এর সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক |
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, একুশে পদক প্রাপ্ত হাসনাত আব্দুল হাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ |
সভাপতিত্ব করেন চয়ন সাহিত্য ম্যাগাজিন এর সম্পাদক, চয়ন সাহিত্য ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি লিলি হক |
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোশ্যাল ইসলামী ব্যাংক এর এডিশন্যাল ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, মিডিয়া ব্যক্তিত্ব খান মোহাম্মদ সালেক |
অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের চয়ন প্রকাশন এর সৌজন্যে বই এবং প্রান্তিক জনগোষ্ঠীর কয়েকজনকে আর্থিক সহায়তা দেয়া হয় | লেখক, পাঠক, চয়ন এর শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে | প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শক শ্রোতাদের | অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কথাশিল্পী ওয়াসীম হক | আপ্যায়নের মাধ্যমে এই আনন্দযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হয় |