Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুল ছিল যুক্তরাষ্ট্রের অবস্থান’

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৫, ৩১ অক্টোবর ২০২২

‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুল ছিল যুক্তরাষ্ট্রের অবস্থান’

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালির পাশে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের সিনেটর প্রয়াত এডওয়ার্ড এম কেনেডির ছেলে এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র বলেছেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ভুল ছিল। 

৩০ অক্টোবর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিবারের সঙ্গে বাংলাদেশে আটদিনের সফরে এসেছেন তিনি। 

এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র বলেন, ১৯৭২ সালে বাবা যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তাকে দারুণভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল। 

‘তিনি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি আমাদের সেই অভিজ্ঞতার কথা বলেছেন। তার পরিবারের সদস্য হিসেবে বাংলাদেশে আসতে পেরে গর্ববোধ করছি।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ