Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

না ফেরার দেশে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৭, ২৫ আগস্ট ২০২২

না ফেরার দেশে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ২৪ আগস্ট দুপুরে রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। সকালে হঠাৎ করে তার অক্সিজেন লেভেল কমে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। 

সরকারি চাকরি করলেও লেখক, কবি ও সাহিত্যিক হিসেবে বেশি পরিচিত মাহবুব তালুকদার। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান সাবেক এই নির্বাচন কমিশনার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ