বাংলাদেশে আগামী ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে, যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
নতুন নিয়মে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই এ সিদ্ধান্ত বলেও জানান তিনি।
একইসাথে বুধবার থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুদিন- শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।