
বাংলাদেশের বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে বিমানের ফ্লাইট যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে বিমানবন্দরে উন্নয়নকাজ করা হচ্ছে।
ইতোমধ্যে রানওয়ে বড় করাসহ আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন টার্মিনাল ভবনের কাজ চলছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বিমানবন্দরের কাজ যেটুকু এগিয়ে নিয়ে এসেছি, তাতে আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যেতে পারবে।
বিমানবন্দরের ভূমি জটিলতা নিরসন করে বহুপক্ষীয় সভা ছাড়াও বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।