
স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের সিলেট অধিকাংশ অঞ্চল। বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় সেখানকার বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে শুরু থেকেই সহায়তামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে সাদাকাহ ইউএসএ।
তারই অংশ হিসেবে ২৫ জুন রান্না করা খাবার বিতরণ করা হয়েছে চ্যারিটি সংস্থাটির পক্ষ থেকে। বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন মাওলানা ওয়ালিদ আল হামিদি আল মাদানি।
এ সময় সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাকালুকি এলাকার চার শতাধিক মানুষের মাছে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সাদাকাহ ইউএসএ-এর স্বেচ্ছাসেবীরা নৌকা দিয়ে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন।
এমন দুর্যোগের সময় রান্না করা খাবার পেয়ে ভীষণ খুশি হয়েছেন শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ওই গ্রামের বাসিন্দারা। তারা সাদাকাহ ইউএসএ-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।