
সিটি ইসলামিক নিবেদিত ‘ইসলামিক ক্যালিগ্রাফির খোঁজে’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশের তরুণ ক্যালিগ্রাফারদেরকে ইসলামি শিল্প ও সংস্কৃতিতে আগ্রহী করে তুলতে ইয়ুথ অপরচুনিটিস গত রমজানে এই আয়োজন করে।
সহযোগিতায় ছিল সিটি ব্যাংক, তার্কিশ এয়াললাইন্স, দ্য ডেইলি স্টার, সমকাল এবং তার্কিশ এম্বাসি অব ঢাকা। প্রতিযোগিতাটির বিচারক হিসেবে ছিলেন তুরস্কের ক্যালিগ্রাফার আহমেত কুতলুহান এবং বাংলাদেশের ক্যালিগ্রাফার মাহবুব মুর্শিদ।
গত ১২ জুন ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মোট ৭০০ প্রতিযোগি এতে অংশ নেন। নানা প্রক্রিয়ায় বাছাইয়ের পর শীর্ষ ১২ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ঢাকা ইস্তাম্বুল ঢাকা বিমান টিকিট, ল্যাপটপ, ৫ হাজার টাকার গিফট ভাউচার এবং সার্টিফিকেট ও ক্রেস্ট।
প্রথম ও দ্বিতীয় রানার আপকে দেওয়া হয়েছে ল্যাপটপ, ৫ হাজার টাকার গিফট ভাউচার এবং সার্টিফিকেট ও ক্রেস্ট। সেরা ১২-এর বাকিদেরকে দেওয়া হয়েছে ৫ হাজার টাকার গিফট ভাউচার এবং সার্টিফিকেট ও ক্রেস্ট।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।