জায়েদ ইবনে সাবেত কোরআন এসোসিয়েশন ইথিওপিয়ার উদ্যোগে আয়োজিত আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছেন বিশ্ববরেণ্য ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৬ জুন ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের এই প্রতিষ্ঠাতা। আগামী ৮ থেকে ১২ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পুরস্কার বিতরণী প্রোগ্রামে ৭৯ দেশের প্রতিযোগীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সর্বোচ্চ ব্যক্তিবর্গ অংশ নেবেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শেষে আগামী ১৩ জুন দেশে ফিরবেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।