‘সাহিত্য, সংস্কৃতি ও সংবাদের সন্ধানে’ ত্রৈ-মাসিক ম্যাগাজিন আল মানার-এর ২য় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মে সিলেটের সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে ম্যাগাজিনটির সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রকৌশলী ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সম্পাদক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাকির উদ্দিন।
বক্তারা বলেন, এখনকার শিক্ষার্থীরা অতিমাত্রায় অনলাইন নির্ভর হয়ে পড়ায় বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদেরকে বইমুখী করতে হবে এবং সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। উত্তর সিলেটের শিক্ষার্থীদের জন্য এর মাধ্যম হতে পারে আল মানার ম্যাগাজিন। অপসংস্কৃতি রোধে সমাজে অগ্রণী ভূমিকা পালন করবে আল মানার।
হাফিজ আফতার হুসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম, রুস্তমপুর ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. লুৎফুর রহমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।