Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাদাকাহ ফাউন্ডেশন

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৬, ২৯ মে ২০২২

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাদাকাহ ফাউন্ডেশন

সম্প্রতি আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সিলেটের বিশাল এলাকা। অসহায় হয়ে পড়েছে পানিবন্দি মানুষ। সংকটময় পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। 

সংস্থাটির উদ্যোগে সিলেটের পানিবন্দি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে শুকনো খাবার, ঔষধ, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় উপকরণ। এতে সহযোগিতা করেছে সিলেটের মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন। 

বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সিলেটের জৈন্তাপুরের দরবস্তের আবাবিল ফাউন্ডেশন। 

বিতরণ কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় স্বেচ্ছাসেবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাদাকাহ ফাউন্ডেশনের এমন সহযোগিতা পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অসহায় অবস্থায় থাকা মানুষগুলো।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ