Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাদাকাহ-এর কোরআন সেন্টারের শিক্ষা সমাপনী ও সনদ বিতরণ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৬, ২ মে ২০২২

সাদাকাহ-এর কোরআন সেন্টারের শিক্ষা সমাপনী ও সনদ বিতরণ

শেষ হল দেশব্যাপী অনুষ্ঠিত সাদাকাহ ইউএসএ-এর রামাদান কোরআন সেন্টারের কোরআন শিক্ষা কার্যক্রম। বাংলাদেশের বিভিন্ন জেলায় চালু হওয়া এই সেন্টারগুলোতে পহেলা রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত চলে স্থানীয় শিশু কিশোরদের কোরআন শিক্ষা। 

পবিত্র শবে কদরে সেন্টারগুলোর সমাপনী অনুষ্ঠান করেছেন স্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্টজনরা। 

রামাদান কোরআন সেন্টারগুলো হল- গাইবান্ধার ফুলছড়ির মন্ডলপাড়া জামে মসজিদ, জামালপুরের দেওয়ানগঞ্জের কামারের চর জামে মসজিদ, কুড়িগ্রামের চর রাজিবপুরের জোয়ানিপারা জামে মসজিদ, বরিশালের উজিরপুরের জুগিহাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা, বরিশালের আগৈলঝাড়া ফুল্লশ্রী ফকিরবাড়ী জামে মসজিদ।

এছাড়া ঢাকার তেজকুনিপাড়ার আহছানিয়া নুরানিয়া এতিমখানা, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বায়তুশ শরফ জামে মসজিদ, ভোলার চরফ্যাশনের কুকরিমুকরি ফজলুল উলুম কিরাতুল কোরআন মাদরাসা, বরিশালের আগৈলঝারার মিয়াবাড়ি মক্তব এবং হবিগঞ্জের মাধবপুরের পূর্ব আন্দিউরা জামে মসজিদ। 

সমাপনী অনুষ্ঠানে বক্তারা এমন অসাধারণ উদ্যোগের জন্য সাদাকাহ ইউএসএ-কে ধন্যবাদ জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ