ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে নিউমার্কেট এলাকা। সংঘর্ষের মধ্যে আটকে পড়ে নাহিদ নামের এক তরুণ আহত হয়েছিলেন।
পরে মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই তরুণ। এদিকে, সংঘর্ষের এই ঘটনায় ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫০ জন। আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের আঘাত গুরুতর ছিল তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।