সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষকরে বিশ্ববিদ্যালয়ে পালিত হওয়া ‘র্যাগ ডে’ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। নির্দিষ্ট একাডেমিক অধ্যায় শেষে শিক্ষার্থীরা যে বিদায়ী আনন্দ-উৎসব করেন, সেটাই র্যাগ ডে নামে পরিচিত।
তবে ইদানীং এর নাম করে অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। এবার র্যাগ ডে’র নামে অশ্লীলতা-নগ্নতা বন্ধের নির্দেশ জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি রিটের প্রেক্ষিতে আজ ১৭ এপ্রিল যে শুনাটি অনুষ্ঠিত হয়, সেই শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই নির্দেশ জারি করেন।
আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।