Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাদাকাহ ইউএসএ পরিচালিত কোরআন লার্নি সেন্টারে ইফতার বিতরণ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪০, ১৬ এপ্রিল ২০২২

সাদাকাহ ইউএসএ পরিচালিত কোরআন লার্নি সেন্টারে ইফতার বিতরণ

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা সাদাকাহ ইউএসএ-এর উদ্যোগে বাংলাদেশের ১০টি মসজিদে পবিত্র রমজান মাসজুড়ে চলছে ‘রামাদান কোরআন লার্নি সেন্টার’। এবার সেই সেন্টারগুলোতে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

রামাদান কোরআন লার্নি সেন্টারগুলোতে ১ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত স্থানীয় শিশুদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে সাদাকাহ ইউএসএ-এর পক্ষ থেকে।

প্রতিদিন এই দশটি মসজিদে স্থানীয় অসহায় দুস্থ মানুষ, এতিম শিশু এবং গরীব শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। 

রমজানজুড়ে এই কার্যক্রম চালিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাদাকাহ ইউএসএ-এর পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ। মানবিক এই কর্মসূচিটি চালিয়ে নিতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ