
এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ ১৩ এপ্রিল জামালপুরে একটি আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি সৌদি আরব। ফলে গত দুই বছর শুধু সৌদি আরবের সীমিত সংখ্যক মানুষের অংশগ্রহণে সীমিত পরিসরে হজ পালিত হয়।
এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একইসঙ্গে করোনাভাইরাস ইস্যুতে হজ পালনের ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।