Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাংবাদিক আবুল কাশেমের বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৫, ২৫ মার্চ ২০২২

সাংবাদিক আবুল কাশেমের বইয়ের মোড়ক উন্মোচন

প্রবাসী লেখক ও সাংবাদিক আবুল কাশেমের বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গনের শামসুর রাহমান হলে গত ১৬ মার্চ বিকেলে এই আয়োজন সম্পন্ন হয়। 

বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা নিউইয়র্কের লেখক আবুল কাশেমের বইটির মোড়ক উম্মোচন করেন। বেহুলাবাংলা থেকে প্রকাশিত গ্রন্থটির নাম ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’। 

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব হাসানাত আমজাদ, পরিচালক জালাল খান, কবি ও প্রাবন্ধিক ইউসুফ রেজাসহ আরও অনেকে। বইটিতে জাতির জনক বঙ্গবন্ধু থেকে সৈয়দ আব্দুল্লাহ খালেদ পর্যন্ত ৭১ জন মনীষীর জীবনী গ্রন্থিত হয়েছে।

অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেছেন কবি ইউসুফ রেজা, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, ছড়াকার ফয়েজ রেজা, বঙ্গবন্ধু গবেষক শেলী সেলিনা, নাট্যজন দেলোয়ার হোসেন রাতুল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ