Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৫, ১৪ মার্চ ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাদেশের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল ১২ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া বর্ণাঢ্য মিলনমেলা শেষ হয় রাত সাড়ে ৯টায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল ইসলাম। সভাপতিত্ব করছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ। মিলনমেলার প্রতিপাদ্য ছিল- ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’। 

প্রায় ১০ হাজার এলামনাই এতে অংশ নিয়েছেন। প্রতিপাদ্যের ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মতিয়া চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, অধ্যাপক হামিদা আখতার বেগম, রামেন্দু মজুমদারসহ আরও অনেকে। 

আয়োজনের একটি পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের শত গুণীজন সম্মাননা দেওয়া হয়। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ