
ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বেশ কিছু ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব ব্যাংকের সঙ্গে লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার কবলে পড়া রুশ ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন তথা সুইফট থেকে বাড় পড়া মস্কোর বেশ কিছু ব্যাংক রয়েছে।
প্রসঙ্গত, কয়েকমাস ধরে চলা উত্তেজনার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া, যা আজ শুক্রবার নবম দিনে গড়িয়েছে। এতদিনে বড় ধরনের কোনো লক্ষ্য পূরণ করতে না পারলেও শেষ পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা দিয়েছে মস্কো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।