Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশে স্কুল-কলেজে সপ্তাহে দুদিন ছুটি

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশে স্কুল-কলেজে সপ্তাহে দুদিন ছুটি

বাংলাদেশে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে পরীক্ষামূলক ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দেশের ১০০টি বিদ্যালয়ে পরীক্ষামূলক এই ক্লাস শুরু করার কথা থাকেলও আপাতত ৬২টিতে শুরু করা হবে। 

নতুন এই কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটি থাকবে। আগে শুধু শুক্রবার ছিল, এখন থেকে শনিবারও ছুটি থাকবে। আজ ১৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে স্কুল-কলেজ খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, স্কুল-কলেজ খোলার পর ষষ্ঠ শ্রেণির ক্লাস নতুন কারিকুলামে নিতে আর কোনো বাধা নেই। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু করা হবে। এটি সফল হলে আগামী বছর সারাদেশে আধুনিক কারিকুলাম বাস্তবায়ন করা হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ