
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে জোর গতিতে এগিয়ে চলছে টিকাদান কর্মসূচি। তারই ধারাবাহিকতায় গতকাল ৩১ জানুয়ারি নেত্রকোণা জেলা কাওমি মাদরাসাসমূহে এই কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জেলার সব কওমি মাদরাসাকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
কর্মসূচির যাত্রা শুরু হয়েছে জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা কমপ্লেক্সের শিক্ষার্থীদেরকে দিয়ে। জেলা প্রশান ও জেলা সিভিন সার্জনের পাশাপাশি এতে সহায়তা করেছে ইফানে ও রেড ক্রিসেন্ট।
আল মদিনা কমপ্লেক্সের পরিচালক মাওলানা মো. আবদুল্লাহ বলেন, এটা দারুণ একটা ব্যাপার যে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার কওমি মাদরাসাগুলোকে টিকার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।
‘এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আশাকরি, পুরো কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’ যোগ করেন মাওলানা মো. আবদুল্লাহ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।