Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১ ফেব্রুয়ারি ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। আজ ৩১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা বিষয়টি রিশ্চিত করেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। 

তবে তার তেমন কোনো উপসর্গ নেই। গতকাল ৩০ জানুয়ারি তার করোনা টেস্ট হয়েছিল। ওই দিন রাতেই পজিটিভ রিপোর্ট আসে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বর্তমানে রাজধানী ঢাকার ইস্কাটনের সরকারী বাসভবনে পূর্ণ বিশ্রামে রয়েছেন। 

তার সহধর্মিণী সেলিনা মোমেনেরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ