
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন। আজ ২১ জানুয়ারি দুপুর ১২টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় তার মৃত্যু হয়।
মাওলানা জাফরুল্লাহ খান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাযা ও দাফন আগামীকাল ২২ জানুয়ারি সকাল ১০টায় তার জন্মস্থান নেত্রকোণা পৌরসভার মালনী গ্রামে অনুষ্ঠিত হবে।
মাওলানা জাফরুল্লাহ খান ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচর জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।