Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশে হঠাৎ করে সংক্রমণের ভয়াবহ উল্লম্ফন

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১৯ জানুয়ারি ২০২২

বাংলাদেশে হঠাৎ করে সংক্রমণের ভয়াবহ উল্লম্ফন

বাংলাদেশে হঠাৎ করেই প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ভয়াবহ উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতেও দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল মাত্র কয়েকশ। অথচ এই কয়েকদিনের ব্যবধানে সেই সংখ্যা এখন ১০ হাজারের কাছাকাছি। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪০৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। একই সময়ে এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে বাংলদেশে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। 

অন্যদিকে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। 

এ নিয়ে দেশটিতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টিতে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ