
যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা বাসমাহ বরাবরই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় বরিশাল জেলার গৌরনদী উপজেলায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংস্থাটি। বিতরণে সহযোগিতা করেছেন সাদাকাহ ইউএসএ-এর মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।
এ সময় এলাকার সেচ্ছাসেবকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই মানবিক কর্মসূচির মাধ্যমে প্রায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এতে শিশুদের জন্য ছিল বিভিন্ন সাইজের শীতের পোশাক। এছাড়া অসহায় বৃদ্ধদের হাতে কম্বল এবং সাবান তুলে দেওয়া হয়েছে। সহায়তা পেয়ে ভীষণ খুশি হয়েছেন স্থানীয় অসহায় মানুষ।
বাসমাহ-এর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তারা। শীতবস্ত্র পেয়ে বাসমাহ-এর ডোনারদের জন্য দোয়া করেছেন সুবিধাভোগী এসব সাধারণ মানুষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।