
জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা কমিটি বিলুপ্তি ঘোষণার দাবিতে আজ ১১ জানুয়ারী সকাল১০ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের পোষ্য পুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। ৮ জানুয়ারী ঘোষিত মহিলা দলের কমিঠি তে সভাপতি ও অনান্য পদে দলের ত্যাগী নেতাকর্মীদের স্থান না দেওয়ার কারণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সাদিয়া রহমান, রেহেনা তালুকদার, পারভীন আক্তার, হাজেরা বেগম ও মাহমুদা বেগম বক্তব্য রাখেন।
বক্তাগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান এর নিকট কমিঠি বিলুপ্ত করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশের পর নেত্রকোনা জেলা কমিটির আহবায়ক, সদস্য সচিব ও মহিলা দলের সভাপতি এড্যভোকেট কানিজ ফাতিমার পোষ্য পুত্তলিকা দাহ করেন।