
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঘটছে। নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে বেশকিছু নতুন নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
সংক্রমণের শুরুর দিকে করোনা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় চিকিৎসা নিতে আসতেন। তবে এবারের নতুন নির্দেশনা করোনা আক্রান্তদের নিজ জেলার হাসপাতালে চিকিৎসা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মানুষ যে স্থানে করোনা আক্রান্ত ও শনাক্ত হবে, সেই স্থানের আশেপাশে থাকা হাসপাতালে চিকিৎসা নিতে হবে। যথাযথ ব্যাখ্যা ছাড়া কোনো রোগীকে ঢাকায় পাঠানো যাবে না। কারণ এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।