
বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনের ৬ নম্বর ধারায় একজন পুরুষকে একাধিক বিয়ে করার বৈধতা দেওয়া হয়েছে। এই বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
রিটে মুসলিম পারিবারিক আইনের এই ৬ নম্বর ধারাকে অসাংবিধানিক ঘোষণার আবেদন করা হয়েছিল। সেই রিটের প্রেক্ষিতে আজ ৫ জানুয়ারি রুল জারি করেছেন হাইকোর্ট।
স্ত্রীর সমান অধিকার নিশ্চিত না করে পুরুষের বহু বিবাহ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে এই রুল জারি করা হয়েছে। রিটে বলা হয়েছে, ইসলাম ধর্ম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে।
তবে সব স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু মুসলিম পারিবারিক আইনে বহু বিবাহের বৈধতা থাকলেও সমান অধিকার দেওয়ার বিষয়টি উপেক্ষিত। এভাবে নারীর সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করা হচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।