
নেত্রকোণায় আল মদিনা কমপ্লেক্সের বর্ধিত অংশের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বেশ কয়েকদিন আগে শুরু হওয়া এই নির্মাণ কাজ শেষ হয় গতকাল ২ জানুয়ারি। এই কমপ্লেক্সের অধীনে রয়েছে মাদরাসা, মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোডিংসহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান।
স্থানীয় অসহায় আর দরিদ্র শিশুদের শিক্ষা এবং সার্বিক বেড়ে ওঠার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখছে কমপ্লেক্সটি। এবার বর্ধিত অংশ তথা তৃতীয় তলার নির্মাণ কাজ শেষ হওয়ায় আরও সুন্দরভাবে পাঠদান সম্ভব হবে বলে জানিয়েছেন কমপ্লেক্সটির পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, সুন্দরভাবে আমাদের এই কমপ্লেক্সের বর্ধিত অংশের কাজ সমাপ্ত হয়েছে। আমাদের শিশু শিক্ষার্থীরা এবার আরও সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলে আশাকরি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।