Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারীর মৃত্যু

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ২৭ ডিসেম্বর ২০২১

আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারীর মৃত্যু

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সাংসদ এবং এক সময়ের তুমুল আলোচিত-সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন হাজারী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। 

আজ ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে- কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন জয়নাল হাজারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শোকবার্তায় তিনি জয়নাল হাজারীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ