
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে। এতে করে নদীর ওপর ভেসে থেকেও পুড়ে ছাই হয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী।
পরিবারের কাছে ছুটে যাওয়ার জন্য ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চটিতে চেপে বসেছিলেন পাঁচ শতাধিক যাত্রী। গন্তব্যের কাছাকাছি পৌঁছার পর লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।
অধিকাংশ যাত্রীরাই নদীতে ঝাঁপিয়ে পড়ে তীরে পৌঁছাতে সক্ষম হন। কিন্তু অনেক নারী ও শিশুরা এই কাজটি করতে পারেননি। তারা লঞ্চের মধ্যেই দিগ্বিদিক ছুটাছুটি করার এক পর্যায়ে পুড়ে মারা যান।
নদীর মাঝখানে আগুন লাগায় দ্রুততার সাথে ফায়ার সার্ভিসও তাদের কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।