Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হাজীপুর এ মজিদ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের মিলনমেলা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ২০ ডিসেম্বর ২০২১

হাজীপুর এ মজিদ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের মিলনমেলা

হাজীপুর এ মজিদ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের (১৯৬৮-২০২১ সাল পর্যন্ত ম্যাট্রিকুলেটদের নিয়ে) মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. আশরাফুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, কাস্টমস কমিশনার মো. বেলাল হোসাইন চৌধুরী, অধ্যক্ষ (অব.) এ এইচ এম ফারুক, এনএসআইয়ের বিভাগীয় কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন লাভলু। 

আরও উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগের ফরিদপুর ডিভিশনের উপ প্রধান প্রকৌশলী কাজী আবু হানিফ মানিক, সরকারের উপ সচিব মো. আমজাদ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছালেহ উদ্দীন চৌধুরী, এলাকার বিশিষ্ট চিকিৎসাবিদ ডা. মো. আবু তাহের ও ডা. কামাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. রুহুল আমীন।

এছাড়া মো. মহিউদ্দিন চৌধুরী, আমেরিকা প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব কবির কিরণ, ঢাকা ওয়াশার উর্ধ্বতন কর্মকর্তা মো. জোহাহের আলী সিদ্দিকী, নেভাল কলেজের শ্রেষ্ঠ অধ্যাপক মো. নাজিম উদ্দিন, বুয়েটের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার কাজী মো. সাইফুন নেওয়াজ, সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইঞ্জি. কাজী শারমিন নেওয়াজ নিতুসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন ।

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের মাননীয় সচিব (পিএলআর) ও এলামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. বেলায়েত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব কবির কিরণ, প্রফেসর নিজাম উদ্দিন ও উপ সচিব জনাব আমজাদ হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাগুরু শ্রী নারায়ণ চন্দ্র দাশ, জনাব এম এ হাশেম, শ্রী অনুতোষ রায়, জনাব কাজী শাহ নেওয়াজ, জনাব আব্দুল মান্নান, শ্রী বাবুল চন্দ্র দাশ, মেধাবী ছাত্র-ছাত্রী তৈয়বা আক্তার, তাহমিনা আক্তার, আবদুল্লাহ আল ফয়সাল, শাহাদাত হোসেন, তাজ উদ্দিন প্রমুখ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিক উল্ল্যাহ জিন্নাহ, মোঃ শহিদ উল্লাহ, মোঃ এমদাদুল হক, মোঃ আলী করিম, মোঃ হুমায়ুন কবির দুলাল প্রমুখকে সম্বর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনের ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন ডাঃ মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক ডাঃ কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুল হক, অর্থ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য শিক্ষানুরাগীবৃন্দ।

নবগঠিত কমিটি স্কুলের সার্বিক উন্নয়নে অবদান রাখাসহ ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে অভিজ্ঞ গেস্ট টিসার সংগঠনের খরচে নিয়োগ দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বস্তরের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাসহ সমগ্র এলাকাবাসীর সর্বাত্মাক সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানটি আনন্দ শোভাযাত্রা, অতিথিদের জ্ঞানগর্ব বক্তব্য,  প্রাক্তন শিক্ষক-ছাত্রদের স্মৃতিচারণ, আকর্ষণীয় রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ