
বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের সবশেষ উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। আজ ১১ ডিসেম্বও দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা দুজনই স্বাভাবিক আছেন। তাদরে শরীরে জটিল কোনো উপসর্গ নেই। রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে আছেন তারা।
জিম্বাবুয়ে থেকে ফিরে আসা নারী ক্রিকেটারদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়েছিল।
এরপর গত ১, ৩ ও ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়। চতুর্থ পরীক্ষার পর আজ দুই খেলোয়াড়ের ওমিক্রন পজিটিভ পাওয়া গেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।