Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকায় শুরু হয়েছে ‘বিশ্ব শান্তি সম্মেলন’

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৫ ডিসেম্বর ২০২১

ঢাকায় শুরু হয়েছে ‘বিশ্ব শান্তি সম্মেলন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়েছে। আজ ৪ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন করেছেন। 

সম্মেলনে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা অংশ নিয়েছেন। 

এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে এবং বাকি ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নিচ্ছেন বলে জানা গেছে। 

সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চক তং, পূর্ব তিমুরের সাবেক প্রধানমন্ত্রী জোসে রামোস-হর্তা, বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরিনা বোকোভা অংশ নিয়েছেন।

এছাড়া ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিক ফোরাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ হামিদ আলবার, ইউনিভার্সিটি অব পিসের রেক্টর ফ্রান্সিসকো রোজাস আরাভেনাসহ আরও অনেকে অংশ নিয়েছেন এই সম্মেলনে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ