
বরাবরের মতো অসহায়, দরিদ্র আর নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। এবার শীত নিবারণের জন্য বরিশালের আগৈলঝাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই চ্যারিটি সংগঠনের পক্ষ থেকে।
স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
সংস্থাটির প্রধান নির্বাহী মুহম্মদ শহিদুল্লাহ বলেন, পরিবারগুলো শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠন ও বিত্তশালীদের উদ্বুদ্ধ করতে কাজ করছে সাদাকাহ ইউএসএ। এছাড়া বাংলাদেশের আরও বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম চলমান রয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।