
বাংলাদেশের কুমিল্লায় অভিনব উদ্যোগ নিয়েছেন এক হোটেল মালিক। ‘মামা-ভাগিনা’ নামের ওই হোটেলে পবিত্র কোরআনের হাফেজসহ আলেমদের জন্য বিনামূল্যে খাবার খাওয়ার ব্যবস্থা কার হয়েছে। হোটেলের সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে- এখানে কোরআনের হাফেজদের ফ্রি খাওয়ানো হয়।
বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, প্রায় চার বছর আগে লিটন সরকার ও তার ভাগ্নে মিলে ‘মামা-ভাগিনা’ নামে এই খাবারের দোকান চালু করেন। জেলার দেবীদ্বার উপজেলার বাগুর বাসস্ট্যান্ডে আলোচিত এই হোটেলের অবস্থান।
পরে লিটন সরকারের এক ভাগ্নেকে কোরআনে হাফেজ বানানোর উদ্দেশ্যে হাফেজিয়া মাদরাসায় ভর্তি করান।
তখন থেকেই আলেম-ওলামাদের সঙ্গে চলাফেরা শুরু হয় তার। এতে হাফেজদের প্রতি বেড়ে যায় আন্তরিকতা। তারপর গত পাঁচ মাস আগে মামা-ভাগ্নে মিলে সিদ্ধান্ত নেন হোটেলে প্রতিদিন হাফেজদের ফ্রি খাওয়াবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।