Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় মার্কিন রাষ্ট্রদূতের তীব্র নিন্দা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ২৩ অক্টোবর ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় মার্কিন রাষ্ট্রদূতের তীব্র নিন্দা

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ক্যাম্পের রোহিঙ্গা সদস্য। প্রথমে ঘটনাস্থলে ৪ জন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। 

গতকাল ২২ অক্টোবর ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ-৫২ ব্লকে এই হামলার ঘটনা ঘটে। আজ ২৩ অক্টোবর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। একই সঙ্গে শরণার্থী ক্যাম্পগুলোতে সবাইকে যাতে নিরাপদ রাখা যায় সেজন্য একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। 

এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ