Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শিক্ষাবিদ ও কলামিস্ট ড. এবনে গোলাম সামাদ আর নেই

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ১৫ আগস্ট ২০২১

শিক্ষাবিদ ও কলামিস্ট ড. এবনে গোলাম সামাদ আর নেই

ড. এবনে গোলাম সামাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, শিক্ষাবিদ ও কলামিস্ট ড. এবনে গোলাম সামাদ আর নেই। আজ ১৫ আগস্ট বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভোগা ড. এবনে গোলাম সামাদ সম্প্রতি আক্রান্ত হন স্ট্রোক ও করোনায়। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও চার ছেলে রেখে গেছেন।

ড. এবনে গোলাম সামাদ ১৯৬৩ সালে ফরাসি একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায়। প্রায় ১৫টি গ্রন্থের পাশাপাশি শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এই লেখকের।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ